ad720-90

বছরের শেষ পর্যন্ত বাসা থেকে কাজের সুযোগ দেবে ফেইসবুক?


মার্কিন সংবাদমাধ্যম সিনএনবিসিকে প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারই এই ঘোষণা দেবেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ। ঘোষণা এসেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেইসবুকের ওই মুখপাত্র বলেন, যেসব কর্মী বাসা থেকেই কাজ করতে পারছেন, তারা এমনটাই চালিয়ে যেতে পারবেন। এছাড়া ৬ জুলাই থেকে বেশিরভাগ কার্যালয় খোলা শুরু করবে প্রতিষ্ঠানটি। 

কোন কর্মীদের অফিস ‘আসতে হবে’ ফেইসবুক এখনও তা বিবেচনা করে দেখছে।

গত মাসেই জাকারবার্গ বলেন, যেহেতু বেশিরভাগ ফেইসবুক কর্মী বাসা থেকেই কাজ করতে পারছেন, তাই প্রতিষ্ঠান মনে করছে “তাদের দায়িত্ব হলো, যাদের এই সুযোগ নেই তারা যাতে আগে জনসাধারণের জন্য উন্মুক্ত ব্যবস্থাগুলো ব্যবহার করতে পারেন।”

ফেইসবুক প্রধান আরও বলেন, অন্তত ২০২১ সালের জুলাই পর্যন্ত ৫০ বা তার বেশি মানুষের উপস্থিতিতে সমাবেশ করা হবে না।

কর্মীদেরকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি ফেইসবুক।

করোনাভাইরাস মহামারীতে কর্মীদের সমর্থনে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে প্রতিষ্ঠানটি। বাসা থেকে কাজ করা এবং শিশুর পরিচর্যার জন্য কর্মীদেরকে এক হাজার মার্কিন ডলার বোনাসও দিয়েছে ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar