ad720-90

একেবারেই অ্যালফাবেট ছাড়লেন সাবেক গুগল প্রধান স্মিড


২০০১ সালের জুলাই থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত গুগলের প্রধান নির্বাহীর পদে দায়িত্ব পালন করেছেন স্মিড। এরপর ২০১১ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি।

বর্তমানে গুগলের পাশাপাশি অ্যালফাবেটেরও প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন সুন্দার পিচাই। গত বছরই মে মাসে অ্যালফাবেট জানায়, বোর্ডে ১৮ বছর কাটানোর পর “২০১৯ সালের জুন মাসে বর্তমান চুক্তি শেষ হলে নতুন করে আর নির্বাচিত হতে চান না এরিক স্মিড।”

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অ্যালফাবেটের কারিগরি উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠান ছেড়েছেন স্মিড– খবর আইএএনএস-এর।

সিনেটের প্রতিবেদন বলছে, সিলিকন ভ্যালির স্টার্ট-আপ থেকে শুরু করে গুগলকে বৈশ্বিক জায়ান্টে রূপান্তর অগ্রণী ভূমিকা রাখা স্মিড, এখন আর সার্চ জায়ান্ট এবং তার মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের উপদেষ্টা নন।

সাম্প্রতিক সময়ে অ্যালফাবেট ছেড়েছেন প্রতিষ্ঠানের আরও বেশ কিছু পুরানো নির্বাহী কর্মকর্তা।

গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন এবং অ্যালফাবেট বোর্ডের অন্যান্য সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন স্মিড।

“অ্যালফাবেট এবং গুগল ব্যবসা প্রযুক্তির কোচ বা প্রযুক্তিগত উপদেষ্টা হিসাবে কাজ করার বিষয়টি আমাকে এগিয়ে রাখবে।”

গত সপ্তাহেই নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, কোভিড-১৯ মহামারীতে অঙ্গরাজ্যের প্রযুক্তিগত কাঠামো এবং পদক্ষেপের উন্নতির লক্ষ্যে একটি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন স্মিড।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar