ad720-90

সখীপুরে ডিপিএস ইটভাটা মালিককে জরিমানা


নিজস্ব  প্রতিনিধি:  ইটের আকার ছোট (কম) থাকার দায়ে টাঙ্গাইলের সখীপুরে এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেড়বাড়ী গ্রামে স্থাপিত ডিপিএস ইটভাটা মালিক পিন্টু মিয়াকে এ জরিমানা করা হয়। ইউএনও আসমাউল হুসনা লিজা ওই ইটভাটায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভাটা মালিককে এ জরিমানা করা হয়। ওই অভিযানে সখীপুর থানার ওসি মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ইউএনও আসমাউল হুসনা লিজা হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ দেখার জন্য পরিদর্শনে যান। ওই ভবনে ব্যবহৃত ইটের ধরণ ও মান নি¤œমানের হওয়ায় তিনি ওই ঠিকাদারকে নিয়ে ‘ডিপিএস’ নামের ওই ইটভাটায় অভিযান চালান।

ইএনও আসমাউল হুসনা লিজা জানান, ইটের আকার খুবই ছোট। নির্ধারিত মূল্য নিয়ে ছোট ইট বিক্রি করে ক্রেতাদের দীর্ঘদিন ধরে ঠকানো হচ্ছিল। ভোক্তা অধিকার আইনে ওই ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar