ad720-90

করোনাভাইরাস সুরক্ষায় সরবরাহ চেইনের বিস্তারিত জানালো অ্যাপল


প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী নিজেদের সরবরাহকারীদের মধ্যে প্রতিটি দেশের পরিস্থিতি অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে– খবর আইএএনএস-এর।

বৃহস্পতিবার বার্ষিক “সাপ্লায়ার রেসপনসিবিলিটি প্রগ্রেস রিপোর্ট” প্রকাশ করেছে অ্যাপল। এতে প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সাবিহ খানের একটি চিঠি জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাবিহ খান চিঠিতে বলেন, “আমরা যা কিছুই করি, সবকিছুতে মানুষকে সবার আগে প্রাধান্য দেই।”

“আমরা যাদের সঙ্গে কাজ করি প্রত্যেকের জন্যই এটি করা দরকার কারণ, আমরা উন্নত মান তুলে ধরতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরার বাধ্যবাধকতা দিচ্ছি– আর তা কর্মক্ষেত্রের সঙ্গে যেসব জায়গায় একত্রে কাজ করতে হয় এমন সবখানেই। সেইসঙ্গে ভালোভাবে পরিচ্ছন্ন রাখার প্রোটোকল ও মাস্ক আর স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করছি।”

কারখানাগুলোর প্রতি তলায় কতোজন করে কাজ করবেন ও কাজের সময় ভাগ করে নিতে পরিকল্পনার উদ্দেশ্যে সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপল।

নিজেদের চালু করা স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম ভিয়েতনামেও শুরু করেছে অ্যাপল। ভারত এবং চীনে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই কার্যক্রমের মাধ্যমে সরবরাহকারীদের ১০ লাখেরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar