ad720-90

হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন


হুয়াওয়ের চিপ সরবরাহ বন্ধ করলেন ট্রাম্প । ছবি: রয়টার্সবৈশ্বিক চিপ নির্মাতারা যাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহ করতে না পারে সে ব‌্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। চীন এর পাল্টা ব‌্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ‌্য যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ‌্য বিভাগ জানিয়েছে, তাঁরা হুয়াওয়ের কৌশলগত সেমিকন্ডাক্টর কোম্পানি অধিগ্রহণ ঠেকাতে নতুন একটি বাণিজ‌্য নীতি অনুমোদন দিচ্ছে। বৈশ্বিক চিপ নির্মাতা কোনো প্রতিষ্ঠান যাতে হুয়াওয়েকে চিপ সরবরাহ করতে না পারে, সে ব‌্যবস্থাও নিতে যাচ্ছে তারা।

মার্কিন সংবাদমাধ‌্যম সিএনবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন করে নিয়ম পরিবর্তন হুয়াওয়ে ও তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসির জন‌্য বড় ধরনের ধাক্কা। টিএসএমসি হুয়াওয়ের জন‌্য চিপ তৈরি করে থাকে, যা মার্কিন কোম্পানি অ‌্যাপল ও কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ‌্য বিভাগ বলেছে, তাদের ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণকে দুর্বল করার হুয়াওয়ের প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈশ্বিক প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা হুয়াওয়ের ব্যাপক ব্যবহৃত স্মার্টফোন ও টেলিকম সরঞ্জামের জন্য সেমিকন্ডাক্টর প্রয়োজন।

চীন গুপ্তচরবৃত্তির জন‌্য হুয়াওয়ের যন্ত্রপাতি ব‌্যবহার করতে পারে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের গিয়ার বাদ দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। হুয়াওয়ে চরবৃত্তির সব অভিযোগ প্রত‌্যাখ‌্যান করেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ‌্য বিভাগ বলছে, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্তির পরেও হুয়াওয়ে মার্কিন সফটওয়‌্যার ও প্রযুক্তি ব‌্যবহার করে তৈরি চিপ ব‌্যবহার করেই যাচ্ছে। নীতিমালা পরিবর্তনের ফলে যেসব বিদেশি কোম্পানি যারা মার্কিন চিপনির্মাণ প্রযুক্তি ব‌্যবহার করে, তারা হুয়াওয়েকে চিপ সরবরাহ করলে অনুমতি নিতে হবে।

 হুয়াওয়ে যদি কোনেো প্রযুক্তি ব‌্যবহার করতে চায় বা কোনেো চিপ নকশা ব‌্যবহার করতে চায়, তবে তাদেরও অনুমতি নিতে হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar