ad720-90

নাসা নভোচারীদের লঞ্চপ্যাডে নেবে টেসলা গাড়ি


২০১১ সালের ৮ জুলাই সর্বশেষ মার্কিন ভূমি থেকে নভোচারীদের নিয়ে মহাকাশ গিয়েছিল কোনো শাটল যান। আটলান্টিসের সেই সর্বশেষ যাত্রার পর পেরিয়ে গেছে নয় বছর। এ বছর ২৭ মে তারিখে আবারও মার্কিন নভোচারীরা মার্কিন ভূমি থেকেই পাড়ি দেবেন মহাকাশে। নাসা প্রধান জিম ব্রাইডেনস্টাইন এই উপলক্ষ্যে একটি টিজারও প্রকাশ করেছেন। নভোচারীদের লঞ্চ প্যাডে নিয়ে যাবে যে গাড়িটি, সেইটির নামধাম প্রকাশ করেছেন তিনি।

“দেখে নিন এই মডেল এক্স গাড়িটি যা @AstroBehken এবং @Astro-Doug –কে ডেমো-২ মিশনের জন্য লঞ্চপ্যাডে নিয়ে যাবে! হ্যাশট্যাগ লঞ্চআমেরিকা”।

গাড়িটির সামনের দরজায় নাসার সাদা, লাল এবং নীল রংয়ের লোগোটি রয়েছে। গাড়ির পেছনের কাঁচেও রাখা হয়েছে নাসার লাল লোগো টাইপ। —  খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের।

এ বারই প্রথমবারের মতো লঞ্চপ্যাডে যেতে গাড়ি ব্যবহার করবেন নাসা নভোচারীরা। গাড়ির মাধ্যমে লঞ্চপ্যাডে পৌঁছাবেন নভোচারী বব বেহকেন এবং ডৌগ হার্লে। সেখানে পৌঁছে তারা চেপে বসবেন স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্যালকন ৯ রকেটে, রওনা হবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে।      

নাসা জানিয়েছে, দুই নভোচারীকে নিয়ে আনুমানিক ১৭ হাজার মাইল প্রতি ঘণ্টায় ছুটবে ফ্যালকন ৯ রকেট ক্রু ড্রাগন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar