ad720-90

বাংলাদেশ ছাড়ছে ‘উবার ইটস’


খবরটি সম্পর্কে জানিয়ে উবার নিজ ওয়েবসাইটের নিউজরুম বিভাগে এক ব্লগ পোস্টে লিখেছে, “যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

“আমাদের কমিউনিটির কাছে আমরা উবার রাইডসের মাধ্যমে সেবা পৌঁছে দেবো”।

বিশ্বব্যাপী খুব একটা ভালো অবস্থায় নেই উবার। করোনাভাইরাস আঘাত হেনেছে উবারের বৈশ্বিক ব্যবসায়। গত সপ্তাহে প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এতে চাকরি হারিয়েছেন ৩৭০০ উবার কর্মী। পরে নতুন করে আরও তিন হাজার কর্মী ও ৪৫টি অফিস বন্ধের ঘোষণা দিয়েছে উবার। সবমিলিয়ে প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ ছেঁটে ফেলতে চাইছে রাইড শেয়ারিংয়ে বিশ্বে শীর্ষস্থানীয় বলে বিবেচিত প্রতিষ্ঠানটি।

উবার নিউজরুমের সাম্প্রতিক ওই ব্লগপোস্টে পুরো উবার ইটস কমিউনিটিকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar