ad720-90

‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু


বৃহস্পতিবার
এক ভার্চুয়াল অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ।

আইসিটি
বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপটি তৈরিতে কাজ
করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ ও সহজ।”

অ্যাপটি
তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে টেক স্টার্টআপ সহজ লিমিটেড ।

‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক
প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় ব্যবহারকারীদের
অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে।

যখনই
অন্য কোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি
নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান
করবে।

গুগল
প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আইসিটি
বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক
মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান, এলআইসিটির
প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ ও সহজের প্রতিষ্ঠাতা ও
ব্যবস্থাপনা সম্পাদক মালিহা কাদির অনুষ্ঠানে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী
পলক বলেন, “করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এমনি একটি অ্যাপ
করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar