ad720-90

কোভিড-১৯: নমুনা সংগ্রহের রোবট বানানো ডেনমার্ক


সাউদার্ন ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (এসডিইউ) এবং লাইফলাইন রোবোটিকস-এর গবেষক দলটির প্রত্যাশা, শীঘ্রই তাদের প্রোটোটাইপ রোবটটি নমুনা সংগ্রহের কাজে লাগানো যাবে– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যখন কোনো রোগী তার আইডি কার্ড দেখাবেন, রোবটটি তখন একটি নমুনা সংগ্রহের কিট প্রস্তুত করবে এবং নমুনা সংগ্রহ করে কিটটি পরীক্ষার জন্য একটি কন্টেইনারে ভরে রাখবে, বলেন এসডিইউ-এর রোবোটিকস বিভাগের অধ্যাপক থিউসিয়াস রাজিথ সাভারিমুথু।

ভিডিওতে দেখা গেছে, নিজেকে নিয়েই রোবটটি পরীক্ষা করছেন সাভারিমুথু। প্লাস্টিকের একটি ফ্রেইমে নিজের থুতনি রেখে মুখ খোলেন তিনি, এরপর একটি রোবোটিক বাহু তার গলায় কটনবাড ঢুকিয়ে ঘোরাতে থাকে।

গলার ভেতরে সঠিক অংশ থেকে নমুনা সংগ্রহের জন্য ক্যামেরা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটটি। আর কাঠি দিয়ে যাতে খুব আলতোভাবে নমুনা সংগ্রহ করা হয় সেভাবেই রোবটটিকে প্রোগ্রাম করা বলে জানিয়েছেন ডেভেলপার।

সাভারিমুথু বলেন, “একই প্রক্রিয়া একাধিকবার করা হবে যাতে ভালো মানের নমুনা পাওয়া যায়।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar