ad720-90

ব্রাউজারে ক্রোমের আধিপত্য


গুগল ক্রোম ব্রাউজারইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম গত মে মাসে বাজার দখলের হিসেবে রেকর্ড অবস্থানে পৌঁছেছে। ইন্টারনেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের তথ্যের উদ্ধৃতি দিয়ে কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব ব্রাউজারের বাজারে ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে ক্রোম ৬৮.২৬ শতাংশ বাজার দখলে রেখেছে। ক্রোমের ধারেকাছে অন্য কোনো ব্রাউজার নেই।

নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ব্রাউজারের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজার দখলে রেখেছ ফায়ারফক্স যা মাত্র ৭.২ শতাংশ। মাইক্রোসফটের এজ ব্রাউজারের দখলে রয়েছে বাজারের ৬.৬৭ শতাংশ।

কম্পিউটার ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ব্রাউজারের বাজার দখলের দৃষ্টিকোণ থেকে ক্রোমের বর্তমান অবস্থানের মতো আর কোনো ব্রাউজার গত এক যুগে আসতে পারেনি। সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বাজারের ৭০ শতাংশ দখল করেছিল। ওই সময় মজিলার ফায়ারফক্সের জনপ্রিয়তার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার কমতে শুরু করেছিল। তারপরও বাজারের ৭০ শতাংশ পর্যন্ত দখল রাখতে পেরেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এক যুগের ব্যবধানে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার দুনিয়ে থেকে বিদায় নিয়েছে।

শুধু মোবাইল ব্রাউজার বিবেচনা করলেও গুগলের ক্রোম ৬৪.০৮ শতাংশ দখলে রেখেছ। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের সাফারি ব্রাউজার যার বাজার দখল ২৬.৭১ শতাংশ। ট্যাবলেট বাজারেও আধিপত্য ধরে রেখেছে গুগল। নেটমার্কেট শেয়ারের তথ্য অনুযায়ী, ৪৮. ৫৯ শতাংশ ট্যাবলেটের বাজার ক্রোমের দখলে। সাফারির দখলে ৪১.১৭ শতাংশ।

গুগল সম্প্রতি ক্রোম ৮৩ সংস্করণ উন্মুক্ত করেছে যাতে বেশ কিছু নতুন ফিচার এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রুপ ট্যাবস। যাঁদের ব্রাউজারে প্রচুর ট্যাব খুলে কাজ করতে হয়. তাঁদের জন্য বারবার সব ট্যাব খোলা বিরক্তিকর। গুগল তাদের ক্রোম ব্রাউজারে নতুন ফিচারটির মাধ্যমে বিভিন্ন ট্যাব ব্যবস্থাপনা সহজে করা যাবে।

ক্রোম ব্যবহারকারীরা একটি গ্রুপে তাঁর পছন্দের ট্যাবগুলো রাখতে পারবেন। এর কাস্টোমাইজড নামও দিতে পারবেন। একাদিক গ্রুপ তৈরি করে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্যাব স্থানান্তর করাও যাবে। ট্যাব গ্রুপ থেকে ট্যাব সরানো বা আগে-পরে করার সুযোগও থাকবে। প্রচলিত ট্যাবের মতোই গ্রুপ ক্রোম বন্ধ বা চালু করার সময় সংরক্ষিত থাকবে। তাই কোনো ওয়েবপেজ হারানোর আশঙ্কা থাকবে না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar