ad720-90

ডিজিটাল সেবায় ভ্যাট: মার্কিন তদন্ত আগ্রহে ইন্দোনেশিয়ার ‘না’


গত মাসের শুরুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি’র (ইউএসটিআর) দপ্তর জানায়, যুক্তরাজ্য, ইতালি এবং ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো ডিজিটাল সেবায় ভ্যাট বসিয়েছে বা বসানোর পরিকল্পনা করছে, সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, গত মাসেই ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে যে, বড় ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে তাদের ডিজিটাল পণ্য ও সেবার জন্য ভ্যাট দিতে হবে। স্ট্রিমিং সেবা, অ্যাপ্লিকেশন, গেইম এই ভ্যাটের আওতায় পড়বে। জুলাই থেকেই ভ্যাট আরোপের কথা বললেও পরবর্তীতে তারিখ পিছিয়ে অগাস্টে নিয়েছে দেশটি।

“ভ্যাট পরিকল্পনা ইউএসটিআর-এর বিষয় নয়। তারা বাণিজ্যিক কর পরিকল্পনার বিষয়গুলো যাচাই করে, যা ওইসিডি’র (অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) নেতৃত্বে আলোচনার বিষয়।” — বলেন বিশ্ব ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ইন্দ্রাওয়াতি।

অর্থ মন্ত্রী আরও বলেন, ওইসিডি এবং জি২০-এর সদস্য দেশগুলো যতো দিন না এ ধরনের করের জন্য বৈশ্বিক মান নির্ধারণ করবে, ততো দিন ইন্দোনেশিয়া ডিজিটাল সেবার কর বা বাণিজ্যিক আয়কর বসাবে না– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

ভোক্তা যখন কোনো পণ্য বা সেবা কেনে তখনই তারা ভ্যাট দিচ্ছে, প্রতিষ্ঠান নয়– যোগ করেন ইন্দ্রাওয়াতি।

বিষয়টি নিয়ে জাকার্তার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar