ad720-90

জার্মান ট্রেসিং অ্যাপ: এক দিনেই ৬৫ লাখ বার ডাউনলোড!


ক্লেইন বলছেন, “এটি অনেক বড় সাফল্য, এটি পরিমাপ করে, এটি ব্যবহারবান্ধব, এবং এটি সমাজকে সহযোগিতা করে”। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

ইউরোপিয়ান দেশ ইতালি, পোল্যান্ড ও লাটভিয়ার মতো জার্মানিও ব্লুটুথ নির্ভর কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ নিয়ে এসেছে। ডয়েচ টেলিকম এবং এসএপি-এর তৈরি এ অ্যাপটি স্বল্প-পরিসরে ব্লুটুথ রেডিও তরঙ্গ ব্যবহার করে করোনাভাইরাস আক্রান্তকে শনাক্ত ও তার সংস্পর্শে এসেছেন এমন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি কেন্দ্রীয় ডেটাবেজের উপর নির্ভরশীল নয়।

কোভিড-১৯ মোকাবেলায় অন্যতম হাতিয়ার ধরা হচ্ছে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপকে। এর সহায়তায় ধীরে ধীরে লকডাউন তুলে দিয়ে অর্থনীতির চাকা সচল করতেও চাইছে অনেক দেশ। এখন পর্যন্ত সেভাবে হাতে কলমে কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। তবে, জার্মানির ট্রেসিং অ্যাপের মাঠ পরীক্ষা ফলাফল বলছে, ৮০ শতাংশ নির্ভুল তথ্য জানাতে পারবে অ্যাপটি।

দুই মিটার দূরত্বের মধ্যে এলে এবং ১৫ মিনিট সময় ব্যয় করলেই, সে তথ্য রেকর্ড করে রাখবে অ্যাপটি। 

ইউরোপের অধিকাংশ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপই অ্যাপল-গুগলের ট্রেসিং প্রযুক্তি নির্ভর। কেন্দ্রীয় কোনো সার্ভার নয়, বরং এ অ্যাপগুলো  ব্যবহারকারীর ডিভাইসেই ডেটা জমা রাখে। ফলে গোপনতা সুরক্ষিত থাকে। সুরক্ষিত গোপনতার এ বিষয়টিকে প্রাধান্য দিয়েছে আট কোটি ৪০ লাখ বাসিন্দার দেশ জার্মানি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar