ad720-90

টিচ ইট ও বাংলালিংকের অনলাইন লাইভ ক্লাস


অনলাইন ক্লাস। প্রতীকী ছবিকমিউনিটিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম টিচ ইট ও মোবাইল অপারেটর যৌথভাবে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস চালু করেছে। বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি পরিচালিত ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতামূলক কর্মসূচি আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী একটি স্টার্টআপ হচ্ছে টিচ ইট।

এই উদ্যোগের আওতায় বিষয়ভিত্তিক ক্লাস প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে টিচ ইটের ফেসবুক পেজে। পরে বাংলালিংক গ্রাহকেরা www.teachit.online সাইট থেকে বিনা মূল্যে ক্লাস দেখতে পারবে। ২১ জুন থেকে এ উদ্যোগ শুরু হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতা করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের ডিজিটাল উদ্ভাবন দেশের প্রযুক্তিগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। টিচ ইট এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের ডিজিটাল উদ্যোক্তাদের প্রকৃত দক্ষতা সম্পর্কে আমাদের ধারণা দিতে সক্ষম হয়েছে।’

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলালিংক আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী স্টার্টআপ টিচ ইটের সঙ্গে কাজ করছে। সংকটের এই সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করছে টিচ ইট। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের দূরশিক্ষণের সুবিধা দেওয়াই উদ্যোগটি মূল লক্ষ্য।’





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar