ad720-90

ভারতে এবার আইফোন ১১ সংযোজন করছে অ্যাপল


শুক্রবার এ বিষয়ে টুইট করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুস গয়াল। তিনি লিখেছেন, “ভারতে উৎপাদনের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি! অ্যাপল ভারতে আইফোন ১১ তৈরি করা শুরু করেছে, দেশে প্রথমবারের মতো শীর্ষ মডেল নিয়ে এসেছে”।

এর আগে ২০১৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুর কারখানায় আইফোনের ২০১৬ সালের এসই মডেল’ সংযোজনের কাজ শুরু করেছিল অ্যাপল। আর ২০১৯ সাল থেকে দেশটিতে আইফোন এক্সআর সংযোজনের কাজ শুরু করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। 

আইএএনএস বলছে, আগামীতে ভারতে ২০২০ সালের আইফোন এসই মডেল তৈরির পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

এ মাসের শুরুতে নিজেদের ভারতীয় কারখানার জন্য একশ’ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে অ্যাপলের প্রধান সরবরাহক ফক্সকন।

অ্যাপলের দ্বিতীয় প্রধান সরবরাহক পেগাট্রনও ভারতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে স্থানীয় অধীন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে।   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar