ad720-90

লেনদেন ফি নিয়ে ব্রাজিলে প্রশ্নের মুখে ফেইসবুক


জুন মাসে কার্ড প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান সিয়েলো এসএ’র সঙ্গে অংশীদারিত্বে ব্রাজিলে ওই লেনদেন সেবা চালু করে ফেইসবুক। সেবাটি চালুর আট দিন পরই এটি বন্ধ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিটি বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে চার শতাংশ ফি নিচ্ছিলো ফেইসবুক। ব্যক্তিগত লেনদেনের জন্য কোনো ফি রাখেনি প্রতিষ্ঠানটি।

ব্রাজিলের অ্যান্টিট্রাস্ট নীতিনর্ধারক সংস্থা সেইড বলছে, এই ফির পেছনের যুক্তি জানতে চায় তারা। এ ছাড়াও এই চুক্তির কারণে অন্যান্য কার্ড প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান প্ল্যাটফর্মে যুক্ত হতে বাধা পেয়েছে কি না সেটিও জানতে চায় সেইড, প্রতিবেদনে বলছে রয়টার্স।

ব্রাজিলের কার্ড প্রক্রিয়াকরণ বাজারের ৪০ শতাংশ রয়েছে সিয়েলোর দখলে।

এদিকে ফেইসবুক এবং সিয়েলো দাবি করছে, এই চুক্তির মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানকে যুক্ত হতে বাধা দেওয়া হয়নি।

সিয়েলো এবং কার্ড প্রদানক নুব্যাংক, ব্যানকো ডো ব্রাজিল এসএ এবং সিকরেদির সঙ্গে কীভাবে ফেইসবুক চুক্তি করেছে সেই ব্যাখাও জানতে চেয়েছে নীতিনির্ধারক সংস্থা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar