ad720-90

৫জি’তে চীনকে রাখার প্রশ্নে মার্কিন পথেই ইসরায়েল


বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে দেশ দু’টি।

“যুক্তরাষ্ট্র আশাবাদী যে, ৫জি নেটওয়ার্কে শুধু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানকে কাজে লাগাবে ইসরায়েল।” – বলেন ওই কর্মকর্তা।

৫জি নেটওয়ার্ক কাঠামোতে চীনের আধিপত্য নিয়ে সতর্ক ওয়াশিংটন। মিত্র দেশগুলোর ৫জি কাঠামো থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ বাদ দিতে চাপ দিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত মাসেই যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন যে, ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির পুরো নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ পুরোপুরি বাতিল করবে তারা। বিশ্বের সবচেয়ে বড় টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটি পশ্চিমে যে আর সমাদৃত নয়, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে এই ঘোষণায়।

নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা চালু করতে ‘দ্য ক্লিন নেটওয়ার্ক’ উদ্যোগ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই এতে যোগ দিয়েছে ইসরায়েল, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তাইওয়ান এবং ইউরোপের কিছু দেশ।

৫জি নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি বন্টনের জন্য বৃহস্পতিবারই টেন্ডার শেষ করেছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয়। স্থানীয় কিছু মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানকে লাইসেন্সও দিয়েছে দেশটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar