ad720-90

নতুন প্রসেসর চিপ আনছে আইবিএম


আইবিএম-এর নতুন নকশা করা ‘পাওয়ার১০’ চিপ উৎপাদন করবে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। ডেটা সেন্টারের ব্যবসাগুলোই শুধু এটি ব্যবহার করবে। রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চিপটিতে সাত ন্যানোমিটার চিপ উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করবে স্যামসাং।

আইবিএম এবং এএএমডি দুটি প্রতিষ্ঠানই ইনটেলের সঙ্গে পাল্লা দিতে বাইরের চিপ কারখানা থেকে চিপ তৈরি করায়।  বর্তমানে ডেটা সেন্টারে ‘সেন্ট্রাল প্রসেসর চিপ’ সরবরাহে আধিপত্য বিস্তারি অবস্থানে রয়েছে ইনটেল।

সম্প্রতি ইনটেল জানিয়েছে, তাদের পরবর্তী প্রজন্মের উৎপাদন প্রযুক্তি আসতে আরও দেরি হবে। বিশ্লেষকরা জানিয়েছেন, এ সময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের কাছে চলে যাবে বাজারের অংশবিশেষ।

দীর্ঘদিন ধরেই উচ্চ-কার্যকারিতা সম্পন্ন কম্পিউটিং সিস্টেমে মনোযোগ রয়েছে আইবিএম-এর। বিশ্বের শীর্ষ দশ সুপারকম্পিউটারের তিনটিতেই রয়েছে আইবিএম-এর চিপ।

আইবিএম জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাজ আরও দ্রুতগতিতে যাতে করা যায়, সেভাবেই নকশা করা হয়েছে পাওয়ার১০ চিপ। পূর্ববর্তী প্রজন্মের চিপগুলোর তুলনায় ২০ গুণ বেশি গতিতে কাজ করতে পারবে এটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar