ad720-90

অ্যামাজন ছাড়ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ‘জেফ’


শুক্রবার নীতিমালার নথিতে এই ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যামাজনের মূল ব্যবসার অনেকগুলোই দেখাশোনা করছেন উইলকি।

উইলকিকে অ্যামাজন প্রধান জেফ বেজোসের সম্ভাব্য উত্তরসূরিও বিবেচনা করা হচ্ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

১৯৯৯ সালে যোগ দিয়ে অ্যামাজনের ব্যবসাকে আজ এই পর্যায়ে আনতে সহায়তা করেছেন উইলকি।  ২০১৬ সালে প্রতিষ্ঠানের বৈশ্বিক ভোক্তা বিভাগের প্রধানের দায়িত্ব পান তিনি।

শুক্রবার কর্মীদেরকে দেওয়া এক মেমোতে উইলকি বলেন, “নিজের ব্যক্তিগত চাহিদাগুলো খতিয়ে দেখার এটাই সময়, যা দুই দশকের বেশি সময় ধরে পিছিয়ে রয়েছে।”

উইলকিকে একজন “শিক্ষক” উল্লেখ করে ইমেইলে কর্মীদেরকে অ্যামাজন প্রধান জেফ বেজোস বলেন, তার অনুপস্থিতিতেও প্রতিষ্ঠান যাতে সফল হয় সে ব্যবস্থাই করেছেন উইলকি।

বেজোস আরও বলেন, “জেফ চলে গেলেও তার উত্তরাধিকার এবং প্রভাব থেকে যাবে। যে ব্যক্তিদের ছাড়া অ্যামাজনকে চেনা যাবে না তিনি তাদেরই একজন।”

সাম্প্রতিক সময়ে অ্যামাজন ছাড়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী কর্মকর্তা। এবার সে তালিকায় যোগ হচ্ছেন উইলকি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar