ad720-90

সরে দাঁড়ালেন টিকটকের প্রধান নির্বাহী


ডিএমপি নিউজঃ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মায়ার পদত্যাগ করেছেন। চলতি বছরের জুনে টিকটকে যোগদান করেছিলেন মেয়ার। এর আগে ওয়াল্ট ডিজনির স্ট্রিমিং সার্ভিসের প্রধান ছিলেন তিনি।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণার কয়েকদিনের মধ্যে সরে দাঁড়ালেন টিকটকের প্রধান নির্বাহী।

টিকটক কর্মীদের উদ্দেশে এক চিঠিতে তিনি লিখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিস্থিতি তীব্রভাবে পরিবর্তিত হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। খুব দুঃখজনক ভাবে আমি জানাচ্ছি , আমি টিকটক ছেড়ে দিচ্ছি।’

টিকটকের জেনারেল ম্যানেজার ভ্যানেসা পাপ্পাস অন্তর্বর্তীকালীন হিসেবে মায়ারের স্থলাভিষিক্ত হবেন। এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপে যুক্তরাষ্ট্রের ৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar