ad720-90

এখন গতিসীমা নির্ণয় করতে পারবে টেসলা অটোপাইলট


প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, এ সবই সম্ভব হয়েছে নতুন সফটওয়্যার আপডেটের বদৌলতে। অটোপাইলট ফিচারের গতিসীমা নির্ণয় ও সড়কের অন্যান্য সংকেত বুঝতে বৈদ্যুতিক গাড়ির ক্যামেরা ব্যবহার করছে আপডেটটি।

নতুন আরেক সুবিধা চলে আসায় মোড় ঘুরার সময় বিব্রতকর পরিস্থিতির হাত থেকেও রেহাই পাবেন টেসলা গাড়ি চালকরা। ট্রাফিক আলোতে অপেক্ষারত অবস্থায় থাকলে, সবুজ বাতি জ্বলে উঠা মাত্র আওয়াজ করে তা জানিয়ে দেবে গাড়ি। তবে, ওই সময়ে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চলবে, না কি চালক চালিয়ে নিয়ে যাবেন, তা চালককেই নির্ধারণ করে দিতে হবে।

সব টেসলা গাড়িতে নতুন আপডেট পৌঁছাতে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। এনগ্যাজেট মন্তব্য করেছে, আপডেটটি অটোপাইলট অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়ে স্বচালিত গাড়ি চালনা স্বপ্নের দিকেও আরও একধাপ এগিয়েছে টেসলা- মন্তব্য এসেছে প্রতিবেদনে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar