ad720-90

রাশিয়ান সংস্করণে সেবা আনবে নেটফ্লিক্স!


রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার এক বিবৃতিতে জোট বাঁধার খবর নিশ্চিত করেছে এনএমজি। নেটফ্লিক্সের আন্তর্জাতিক সংস্করণ ২০১৫ সাল থেকেই রাশিয়ায় রয়েছে। এবার তা স্থানীয়করণের দিকে নিয়ে যেতে চাইছে এ জোট।

“রাশিয়ায় নেটফ্লিক্সের সঙ্গে জোট বাঁধার খবর নিশ্চিত করছে ন্যাশনাল মিডিয়া গ্রুপ। রাশিয়ায় নেটফ্লিক্স সেবার পরিচালক হিসেবে কাজ করবে জোটটি। সেবাটির পুরো স্থানীয়করণে কাজ করছে এনএমজি ও নেটফ্লিক্স রাশিয়া।” – আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন এনএমজি প্রধান নির্বাহী ওলগা প্লাসকিনা।

এ ব্যাপারে বাড়তি আর কোনো তথ্য দেননি প্লাসকিনা।

করোনাভাইরাস মহামারীর সময়টিতে তেমন একটা আঁচ পড়েনি নেটিফ্লক্সের ব্যবসায়। লকডাউন শুরু হওয়ার পর এপ্রিলে দেড় কোটি গ্রাহক পাওয়ার খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ বছরের প্রথম প্রান্তিকের হিসেব অনুসারে, নতুন করে এক কোটি ৬০ লাখ গ্রাহক পেয়েছিল প্রতিষ্ঠানটি।

বাসা-থেকে-কাজ সেটআপে নিজেদের গ্রাহক ব্যবস্থাপনা সামাল দিতে দূর থেকে কাজ করবেন এরকম দুই হাজার প্রতিনিধিও নিয়োগ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ১৯০টিরও বেশি দেশে নিজেদের স্ট্রিমিং সেবা পৌঁছে দিয়েছে নেটফ্লিক্স।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar