ad720-90

পর্দার নিচে সেলফি ক্যামেরার প্রথম স্মার্টফোন আনলো জেডটিই


প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, পর্দার নিচে সেলফি ক্যামেরা বাদ দিলে মাঝারি-শ্রেনীর ডিভাইসই বলা যায় নতুন ‘অ্যাক্সন ২০ ৫জি’ স্মার্টফোনটিকে।

কয়েক বছর ধরেই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেজেল যতোটা সম্ভব কমিয়ে পর্দা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা মিলেছে ‘নচ’ ও ‘হোল পাঞ্চ’ পর্দা এবং ‘পপ-আপ’ ক্যামেরা প্রযুক্তির।

এবার সে প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে শামিল হলো পর্দার নিচে ক্যামেরা বসানোর প্রযুক্তি।

জেডটিই বলছে,“নতুন জৈব এবং অজৈব ফিল্ম রয়েছে এমন অতি স্বচ্ছ উপাদান” ব্যবহারের ফলে, এবং ছবির মান ঠিক রাখবে এমন “অপটিমাইজড সফটওয়্যার অ্যালগরিদমের” কারণে পর্দার নিচে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা বসানো সম্ভব হয়েছে।

নতুন অ্যাক্সন ২০-এ ৫জি সমর্থনের পাশাপাশি রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর,  ৬.৯২ ইঞ্চি ওলেড পর্দা এবং চার হাজার একশ’ ২০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

ডিভাইসটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সরের সঙ্গে আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং দুই মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর ব্যবহার করেছে জেডটিই। ছয় বা আট গিগাবাইট র‍্যামের সঙ্গে ১২৮ বা ২৫৬ গিগাবাইট স্টোরেজ থাকবে ডিভাইসটিতে।

এরই মধ্যে চীনে ডিভাইসটির অর্ডার নিতে শুরু করেছে জেডটিই। ডিভাইসটির বাজার মূল্য বলা হচ্ছে প্রায় ৩২০ মার্কিন ডলার।

অন্য কোনো দেশের বাজারে ডিভাইসটি আনা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি জেডটিই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar