ad720-90

বিদ্বেষমূলক কনটেন্ট: মোটা অঙ্কের জরিমানা ধরবে অস্ট্রিয়া


বৃহস্পতিবার দেশটির বিচার মন্ত্রী আলমা জাদিক জানান, অনলাইনে বিদ্বেষমূলক কনটেন্টের ক্ষেত্রে অস্ট্রিয়ার আইন এখন কার্যকর হচ্ছে। এক লাখের বেশি গ্রাহক রয়েছে এবং বছরে পাঁচ লাখ ইউরোর বেশি আয় করে এমন প্রতিষ্ঠানগুলো ওই আইনের আওতায় পড়বে।

জাদিকের বরাত দিয়ে প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ওই আইনের কারণে অনলাইনে অপমান এবং হয়রানির শিকার হওয়া ভুক্তভোগীরা কম খরচে দ্রুত লড়াইয়ের সুযোগ পাবেন।

এক সংবাদ সম্মেলনে বিচার মন্ত্রী বলেন, “ইন্টারনেট আইনবিহীন কোনো জায়গা না। আমাদের আইনি নীতিমালা ইন্টারনেটের ক্ষেত্রেও প্রযোজ্য।”

খসড়া আইন অনুযায়ী, সহজে ব্যবহারযোগ্য একটি অভিযোগ ব্যবস্থা বানাতে হবে অনলাইনগুলোকে। যোগাযোগের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে এবং অভিযোগের বিষয়ে একটি বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

সন্ত্রাসী কনটেন্ট অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে এবং অন্যান্য অবৈধ কনটেন্ট সাত দিনের মধ্যে সরাতে বাধ্য থাকবে প্ল্যাটফর্মগুলো।

বিদ্বেষমূলক পোস্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলেছে। ২০১৮ সালে চালু হওয়া জার্মান আইনের কারণে জার্মানিতে এ ধরনের পোস্টের প্রভাব সীমিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে এরকম অন্যান্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বার্লিন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar