ad720-90

বৈদ্যুতিক ‘ট্রাক’ বানাচ্ছে সুইডিশ স্টার্টআপ ভোল্টা


সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং ভলভো ও ডাইমলারের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও বৈদ্যুতিক ট্রাক তৈরির দিকে ঝুঁকেছে। এই দৌঁড়ে পিছিয়ে নেই রিভিয়ান ও নিকোলার মতো স্টার্টআপও।

রয়টার্স উল্লেখ করেছে, যুক্তরাজ্যে ‘ডিপিডিগ্রুপ’ এবং ইউরোপের অন্যান্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আগামী বছর থেকেই নিজেদের ট্রাকের পরীক্ষা শুরু করবে ভোল্টা। ২০২২ সাল নাগাদ রাস্তায় পাঁচশ’ বৈদ্যুতিক যান নামাতে চাইছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এ ব্যাপারে নিশ্চিত করেছেন ভোল্টা প্রধান নির্বাহী রব ফাউলার। তিনি বলেন, “আমাদের আরও সাত থেকে আটজন গ্রাহকের সঙ্গে কথাবার্তা এগিয়েছে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ভোল্টা গাড়িটি যুক্তরাজ্যের ওয়ারউইকের প্রতিষ্ঠান ‘প্রোড্রাইভ’ তৈরি করে দিয়েছিল, বর্তমানে আরও কয়েকজন সরবরাহকারীর সঙ্গে ট্রাক উৎপাদনের ব্যাপারে আলোচনা চলছে।   

বর্তমান প্রাতিষ্ঠানিক তহবিল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তবে, ভোল্টা প্রধান ফাউলার জানিয়েছেন, ব্যবসাকে গতিশীল করার জন্য তহবিল সংগ্রহে ইচ্ছুক তাদের প্রতিষ্ঠান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar