ad720-90

রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন বাজারে


নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুৎনিক-৫’ বাজারে ছাড়া হয়েছে। রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ে পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, নিকট ভবিষ্যতে এই টিকা আঞ্চলিকভাবে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে ‘গাম-কোভিড-ভ্যাক’ (স্পুৎনিক-৫) এর প্রথম ব্যাচ বাজারে ছাড়া হয়েছে।

রসদ্রাভনাদজোরের গবেষণাগারে প্রয়োজনীয় গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এটি সাধারণ নাগরিকের জন্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

মস্কোর মেয়র সার্জে সোবিয়ানিন রোববার আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার রাজধানীর সব বাসিন্দাদের টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তারা জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শিগগিরই টিকা সরবরাহ করা হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar