ad720-90

স্পেনে করের আওতায় আসছে হোয়াটসঅ্যাপের মতো সেবা


শুক্রবার প্রকাশিত এক খসড়া আইন বলছে, টেলিকম অপারেটরদের মতোই একই পন্থায় ইন্সট্যান্ট মেসেজিং সেবাদাতাদের উপর কর বর্তাবে। রয়টার্স উল্লেখ করেছে, বর্তমানে পরামর্শ ধাপে রয়েছে খসড়া আইনটি। আইন প্রসঙ্গে মানুষকে নিজ নিজ প্রতিক্রিয়া জানাতে আহবান করা হচ্ছে।

দেশটির ‘টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল ইনফাস্ট্রাকচার’ মন্ত্রী রবার্তো স্যানচেজ বলেছেন, “আমরা যেভাবে যোগাযোগ সেবা ব্যবহার করি তা বদলে গেছে, এবং ফলাফল হিসেবে প্রতিযোগিতা শর্তে পরিবর্তন এসেছে।”

রয়টার্স জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় দশ লাখ ইউরো বা ১২ লাখ ডলারের বেশি, সেসব প্রতিষ্ঠান করের আওতায় আসবে। খসড়া আইন বলছে, মোট আয়ের প্রতি হাজার ইউরোরে জন্য এক ইউরো করে কর ধরা হবে।  

স্যানচেজ জানিয়েছেন, আগামী মাসে আইনটি পর্যালোচনা করার জন্য নাগরিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বড় ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে করের আওতায় আনা ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar