ad720-90

বাংলাদেশের বাজারে এলো অপোর ‘এফ১৭ প্রো’


অপোর নতুন এ ফোনটিতে রয়েছে ছয়টি পোর্ট্রেইট ক্যামেরা। এর মধ্যে থাকছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের মনোক্রোমাটিক ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অপো বলছে দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরাটি ‘হার্ডওয়্যার লেভেল প্রসেসিংয়ের’ মাধ্যমে বিস্তারিত সেলফি পোর্ট্রেইট উপহার দিতে পারবে ব্যবহারকারীদের।

রাতে ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে এআইনাইট ফ্লেয়ার পোর্ট্রেইট মোড, এবং এআই সুপার নাইট পোর্ট্রেইট মোড। এ ছাড়াও ব্যবহারকারীদেরকে বিস্তারিতসহ ছবি পেতে সাহায্য করবে ফোনটির ‘এআই সুপার ক্লিয়ার পোর্টেইট’ ও ‘এআই বিউটিফিকেশন ২.০’ মোড।  

সেটটিতে দেখা মিলবে হেলিও পি৯৫ চিপসেটের। এ ছাড়াও রয়েছে ১২৮ গিগাবাইট রম, অক্টাকোর সিপিইউ, এবং ২.২ গিগাহারটজ গতিতে কাজ করতে পারবে এমন আট গিগাবাইট র‌্যাম।

অপ্রয়োজনীয় ডেটা মুছে ফোনকে ল্যাগমুক্ত রাখবে ফোনটির অ্যান্টি লগ অ্যালগরিদম-এর কালার ওএস ৭.২।

স্মার্টফোনটিতে আরও থাকছে ৬.৪৩ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা। অপো জানিয়েছে, ফোনটির চার হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মাত্র ৫৩ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এ কাজটি করতে সাহায্য করবে স্মার্টফোনের ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ।

অপো এফ১৭ প্রো ‘ম্যাট ব্ল্যাক’ ও ‘ম্যাজিক ব্লু’ দুটি রংয়ে পাওয়া যাবে, বাংলাদেশের বাজারে দাম পড়বে ২৭ হাজার ৯৯০ টাকা।     





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar