ad720-90

টিকটকের মূল্য ছয় হাজার কোটি ডলার চাইছে বাইটড্যান্স


টিকটক নিয়ে মার্কিন নিরাপত্তা শঙ্কার বিষয়টির ইতি টানতে চীনা বাইটড্যান্সের ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে শেয়ার কিনতে যাচ্ছে ওরাকল এবং ওয়ালমার্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, টিকটক গ্লোবালের সাড়ে ১২ শতাংশ শেয়ার কিনবে ওরাকল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার শর্ত অনুযায়ী সব মার্কিন গ্রাহকের ডেটা ক্লাউডে মজুদ করা হবে।

এদিকে টিকটকে সাড়ে সাত শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট।

টিকটকের চাওয়া মতো ছয় হাজার কোটি মার্কিন ডলার বাজার মূল্য নির্ধারণ করা হলে শেয়ারের মূল্য বাবদ মোট ১২০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে ওরাকল এবং ওয়ালমার্ট।

ইকুইটি কাঠামো এবং ডেটা নিরাপত্তার বিষয়গুলো এখনও যাচাই বাছাই করছে প্রতিষ্ঠানগুলো। ফলে এখনও নির্ধারণ হয়নি টিকটক গ্লোবালের চূড়ান্ত বাজার মূল্য।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেরটিকটক যাতে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য চুক্তিতে তার সমর্থন রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar