ad720-90

প্রথমার্ধে ১০ কোটির বেশি ভিডিও সরিয়েছে টিকটক


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এ বছরের প্রথমার্ধ থেকেই নভেল করোনাভাইরাস এবং নির্বাচনবিষয়ক কনটেন্টের সত্যতা যাচাই করতে শুরু করেছে টিকটক।

টিকটকের কার্যক্রম নিয়ে ক্রমেই চীনা বাইটড্যান্সের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চাপের মুখে ওরাকল এবং ওয়ালমার্টের কাছে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে ইতোমধ্যেই আলোচনা সেরেছে বাইটড্যান্স।

এরই মধ্যে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, টিকটক অ্যাপে নতুন ডাউনলোড এবং আপডেট আটকানো হবে। এমন সময়ই কনটেন্ট সরানোর খরব দিয়েছে বাইটড্যান্স।

প্রায় ১০ কোটি মার্কিন গ্রাহক টিকটক অ্যাপটি ব্যবহার করেন। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত ডেটা চীনের কমিউনিস্ট পার্টির কাছে স্থানান্তর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে মঙ্গলবার বাইটড্যান্স জানিয়েছে, গ্রাহকের ডেটার জন্য ১৭৬৮টি অনুরোধ এসেছে। এর মধ্যে ২৯০টি বা ১৬.৪ শতাংশ এসেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar