ad720-90

জার্মানিতে মোটা অঙ্কের জরিমানার মুখে এইচঅ্যান্ডএম


জার্মানির নুরেমবার্গে এইচঅ্যান্ডএম-এর গ্রাহক সেবা কেন্দ্রে ডেটা নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জুন থেকে অগাস্ট প্রান্তিকের আয়ের প্রতিবেদনে এইচঅ্যান্ডএম বলেছে, “সাড়ে তিন কোটি ইউরো জরিমানা করেছে হামবুর্গের স্থানীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। সেবা কেন্দ্রের দুর্বলতার কথা স্বীকার করেছে এইচঅ্যান্ডএম গ্রুপ। আর এগুলো ঠিক করতে জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গত বছর এক প্রতিবেদনে জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলজেমিনি জেইতাং বলেছে, অবৈধভাবে কর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা এবং তথ্য মজুদ করার কারণে এইচঅ্যান্ডএম-এর ওপর মামলা করেছে স্টেট ডেটা প্রোটেকশন কমিশনার।

প্রতিবেদনের তথ্যমতে, কেন্দ্রটিতে কর্মীদের অসুস্থতা এবং অন্যান্য ব্যক্তিগত পরিস্থিতির তথ্য জোগাড় করেছে এইচঅ্যান্ডএম।

জানুয়ারিতে সুইডেনের ফ্যাশন প্রতিষ্ঠানটি বলেছে, যে বিষয়গুলো অমান্য করা হয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় এবং কর্তৃপক্ষকে তারা সহায়তা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar