ad720-90

সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেবেন সামাজিক মাধ্যম মোড়লরা


রয়টার্স জানিয়েছে, স্বেচ্ছায় সিনেট কমিটির সামনে দাঁড়াবেন প্রধান নির্বাহীরা। অক্টোবরের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে ভার্চুয়াল ওই শুনানি।

মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসির অংশগ্রহণের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ফেইসবুক ও টুইটার। অন্যদিকে, এক সূত্র নিশ্চিত করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই-ও উপস্থিত হবেন সিনেট কমার্স কমিটির সামনে।

এর একদিন আগেই গণমাধ্যমে খবর এসেছিল, তিন প্রধান নির্বাহীকে সমন পাঠাবে কমিটি। সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে তিন প্রধান নির্বাহীকে সমন পাঠানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল সিনেট কমিটি।

শুনানি প্রসঙ্গে শুক্রবার এক টুইট বার্তায় জ্যাক ডরসি লিখেছেন, শুনানিটিকে “অবশ্যই গঠণমূলক হতে হবে এবং মার্কিন নাগরিকদের সবেচেয়ে বেশি যেটি প্রয়োজন, সেদিকে মনোনিবেশ করতে হবে: আমরা কীভাবে নির্বাচনকে সুরক্ষিত করতে একত্রে কাজ করবো।”

রয়টার্স উল্লেখ করেছে, শুনানিতে ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’ এর ২৩০ ধারা সংশোধনের ব্যাপারে আলোচনার পাশাপাশি অন্যান্য আরও বিষয়াদি উঠে আসবে। এসব বিষয়াদির মধ্যে ভোক্তা গোপনতা ও মিডিয়া একত্রীকরণের মতো বিষয় থাকবে।

উল্লেখ্য, ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’ এর ২৩০ ধারা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর পোস্ট করা কনটেন্টের দায় থেকে রেহাই দেয়।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রক্ষণশীলদের কণ্ঠরোধ করছে – এমন অভিযোগ তুলেছিলেন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের জন্য ২৩০ ধারা সংশোধনের আহবান জানিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। তবে, এ বছর কংগ্রেসের এই সংশোধনে অনুমোদন দেওয়ার সম্ভাবনা খুবই কম।

জুলাইয়ে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিটিভ জুডিশিয়ারি কমিটি’র অ্যান্টিট্রাস্ট প্যানেলের সামনে সাক্ষ্য দিয়েছেন গুগল, ফেইসবুক ও অ্যাপলের প্রধান নির্বাহী। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় অনুশীলন কীভাবে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ের ক্ষতি করছে – সে বিষয়টি নিয়ে তদন্ত করেছে ওই প্যানেল।

আগামী সোমবার ওই তদন্তের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar