‘বিল্ট-ইন’ রেডার প্রযুক্তির মোটরসাইকেল বানাচ্ছে ডুকাটি
চালকের হাতে প্রয়োজনীয় কিছু ফিচার তুলে দিতে পারবে ডুকাটির নতুন রেডার প্রযুক্তির মোটরসাইকেলটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, প্রতিটি রেডারের ওজন হবে একশ’ ৯০ গ্রাম করে, আকারে ছোট অ্যাকশন ক্যামেরার মতো দেখতে হবে এগুলো।

ডুকাটি ওয়েবসাইটে মাল্টিস্ট্রাডার প্রচারণা ভিডিও থেকে
রেডারের ওজন কম হওয়ায় মোটরসাইকেলের ওজন খুব একটা বাড়ছে না। নিজেদের ‘মাল্টিস্ট্রাডা ভি৪’ বাইকে ওই রেডার প্রযুক্তি জুড়ছে ডুকাটি। সামনের রেডারের মাধ্যমে ‘অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল’ পাবেন চালক, ৩০ থেকে একশ’ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার সময় স্বয়ংক্রিয়ভাবেই মাল্টিস্ট্রাডা ভি৪ অন্যান্য গাড়ি থেকে নিজেদের দূরত্বের সমন্বয় করবে।
চালকের একদম বরাবর পেছনে থাকা বাহনগুলোও শনাক্ত করতে পারবে ডুকাটির রেডার প্রযুক্তি। চালককে জানিয়ে দেবে, কোন গাড়িগুলো উচ্চ গতিতে সামনে এগোচ্ছে।
নিজেদের মাল্টিস্ট্রাডা ভি৪ মোটরসাইকেলের ব্যাপারে বিস্তারিত তেমন কোনো তথ্যই এখন পর্যন্ত জানায়নি ডুকাটি। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, এতে “নতুন, হালকা এবং দৃঢ়” ভি৪ ইঞ্জিন রয়েছে। মোটরসাইকেলটি দেখতে কেমন তা-ও এখনও জানেন না আগ্রহীরা।
নভেম্বরের চার তারিখে মাল্টিস্ট্রাডা ভি৪ মোটরসাইকেলটি প্রথমবারের মতো দেখানোর কথা বলেছে ডুকাটি।
Comments
So empty here ... leave a comment!