ad720-90

‘সুপার ফাস্ট’ আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর


অবশেষে ইভেন্টের তারিখ ঘোষণা করল অ্যাপল। প্রতিষ্ঠানটি বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, ১৩ অক্টোবর নতুন ইভেন্টে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি তাদের আইফোন ১২ ডিভাইস আনতে পারে।

ইতোমধ্যে আইফোন উন্মোচন ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে অ্যাপল। আমন্ত্রণপত্রে লেখা, ১৩ অক্টোবর অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এ বছর নতুন চারটি আইফোন আনতে পারে অ্যাপল। এই চার মডেল হলো আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো।

নতুন এই আইফোনে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি থাকবে। অ্যাপল বলছে ফোনটি ‘সুপার ফাস্ট’ হবে।

আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে। আইফোন বাদেও লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, হোমপড ও হেডফোন থাকবে নতুন পণ্যের তালিকায়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar