ad720-90

পাল্টে যাচ্ছে জিমেইলের লোগো


জিমেইল তার চিরচেনা লোগো বদলে ফেলার ঘোষণা দিয়েছে। লাল রঙের ইনভেলপ আকৃতির চেনা লোগোটি আর থাকছে না। এরই মধ্যে গুগল নতুন লোগোটি প্রকাশ করেছে।

০৬ অক্টোবর, গুগলের ওয়ার্কস্পেস সার্ভিসগুলোর নতুন লোগোর একটি ঝলক দেখিয়েছে গুগল। তার মধ্যে আছে পৃথিবীর সেরা বিনামূল্যের ই-মেইল সেবা গুগলের লোগোও।

গত সেপ্টেম্বরেই জিমেইলের নতুন লোগো উন্মুক্ত করার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সামান্য দেরিতে হলেও নতুন জিমেইল লোগো দেখার খুব কাছাকাছি আছেন জিমেইলপ্রেমিরা।

এর আগে গুগল তাদের ম্যাপ সেবার লোগোও পরিবর্তন করে। এর পাশাপাশি আরো কিছু লোগোতে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের মূলে ছিলো গুগলের মৌলিং রঙ— লাল, সবুজ ও নীল, হলুদ।

এতোদিন পর্যন্ত জিমেইলের লোগোটি একটি কাগজের চিঠির খামের মতো দেখাতো। যা মূলত ই-মেইল সেবাকে বোঝানো হতো।কিন্তু নতুন লোগোটিতে গুগলের মূল রঙগুলো ব্যবহার করে ‘এম’ অক্ষরটি ফুটিয়ে তোলা হয়েছে। যা দিয়ে মেইল সেবাকে ইঙ্গিত করা হয়েছে। এর মধ্যে চিঠির খামের আকৃতির চিরায়ত লোগোটি বিদায় নিতে যাচ্ছে। যা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar