ad720-90

কিরিন প্রসেসরের সর্বশেষ হুয়াওয়ে ফোন হবে মেইট ৪০


হুয়াওয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে, উচ্চ প্রযুক্তির কিরিন চিপ সম্বলিত শেষ ফোন হবে মেইট ৪০। মার্কিন নিষেধাজ্ঞার মুখে অন্তত কিছু দিনের জন্য হলেও ‘কিরিন চিপ লাইন আপ’ থেকে সরে আসতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এরই মধ্যে টিএসএমসি’র মতো উৎপাদকরা হুয়াওয়েকে চিপ সরবরাহ বন্ধ করেছে।

ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে মেইট ৪০ এর কিরিন চিপটি যথেষ্টই দ্রুতগতির হবে, এবং কার্যকরীও হবে। আগের ফোন মেইট ৩০ এর চার-সেন্সর ক্যামেরার সঙ্গে নতুন ফোন মেইট ৪০ তাল মেলাতে পারবে বলেও আশা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যজেট জানিয়েছে, সামনের ডেপথ সেন্সর সম্বলিত ফ্রন্ট নচের পরিবর্তে দেখা মিলতে পারে দুই সেন্সর সম্বলিত হোল পাঞ্চের। আর ফোনটির পর্দা হিসেবে ফেরত আসছে “ওয়াটারফল” ‘কার্ভড ডিসপ্লে’।

আগ্রহী ক্রেতারা কবে নাগাদ হুয়াওয়ে মেইট ৪০ হাতে পাবেন, তা এখনও জানা যায়নি। প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিউচারে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ২০২১ সালের আগে মেইট ৪০ বিক্রি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar