ad720-90

কোভিড-১৯ ঠেকাতে পরিশ্রমের ফল মিলল রানীর জন্মদিনে


বিবিসি’র প্রতিবেদন বলছে, করোনাভাইরাস মহামারীর শুরুতে নতুন তৈরি করা নাইটিংঙ্গেল হসপিটালস এবং অন্যান্য জটিল সাইট চালু রাখতে সহায়তা করেছেন পিটার হার্ডিং এবং অ্যান্ড্রু মিলার নামের দুই প্রকৌশলী।

এই সম্মাননাকে স্বাগত জানালেও ওই দুই প্রকৌশলী বলেছেন, এটি দলবদ্ধ প্রচেষ্টার ফসল। একই পুরস্কার পেয়েছেন বিটি, স্কাই এবং এরিকসনের কর্মীরা।

বার্ষিক তালিকা অনুযায়ী এবারই প্রথম সম্মানিত হয়েছেন টেলিযোগাযোগ কর্মীরা।

টকটক বিজনেসের জেষ্ঠ্য সরবরাহ ব্যবস্থাপক হার্ডিং বলেছেন, এই সম্মান পেয়ে তিনি “অত্যন্ত খুশি এবং গর্বিত”, কিন্তু এটি “অবাস্তব” মনে হচ্ছে কারণ তিনি শুধু “নিজের কাজটিই করছিলেন।”

এদিকে তার সহকর্মী জেষ্ঠ্য ব্যবস্থাপক মিলার বলেছেন, পুরস্কার একজন পেলেও “এখানে ১২টি আলাদা আলাদা দল রয়েছে যাদের ছাড়া কাজগুলো সম্ভব ছিল না।”

যুক্তরাজ্যে মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর কীভাবে হঠাৎ কাজের চাপ বেড়েছে বিবিসি’র কাছে সেই তথ্য তুলে ধরেছেন হার্ডিং ও মিলার।

মিলার বলেছেন, “প্রথম যে বিষয়টি এসেছিলো, সেটি একটি সুপরিচিত সুপারমার্কেটের খাবার বিতরণ নিয়ে।” কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলো আরও বড় হয়েছে।

লকডাউনের শুরুতে সুপারমার্কেটের ওপর চাপ বেড়ে গেছে হঠাৎ করেই। গুদাম ঘরে নতুন কেবল লাগানোর দরকার ছিলো এবং প্রকৌশলীদের একটি দলকে কাজে লাগানো হয়েছিলো। সাধারণত এ ধরনের কাজ শেষ হতে দুই মাস লাগে। এক্ষেত্রে কাজটি শেষ হয়েছে দুই দিনে।

প্রতি মাসে এ ধরনের শত শত ঘটনা নিয়ে কাজ করে টকটক বিজনেস। লকডাউনের তিন মাসে এই সংখ্যা দশ গুণ বেড়ে কয়েক হাজারে পৌঁছেছে।

সম্মানপ্রাপ্ত অন্যান্য প্রযুক্তি বিষয়ক ব্যক্তিরা হলেন–

কোভিড-১৯ মহামারী চলাকালীন প্রযুক্তি এবং শিক্ষা সেবার জন্য টুইংকল প্রতিষ্ঠাতা জনাথন সিটন।

প্রযুক্তির মাধ্যমে নারীদেরকে সেবা দেওয়ার কারণে জুন অ্যানজেলাইডস।

টেলিযোগাযোগ খাতে সেবার জন্য অ্যাডাম গর্ডন।

প্রযুক্তির মাধ্যমে তরুণী এবং নারীদের সেবা দেওয়ার জন্য শেরিডান অ্যাশ।

প্রযুক্তি খাতে বৈচিত্র্য সেবার জন্য অ্যান্ড্রু আইম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar