ad720-90

শস্য যাচাইকারী রোবট দেখালো অ্যালফাবেট


বিবিসি’র প্রতিবেদন বলছে, দুই পাশে উঁচু পিলারের ওপর ভর করে ফসলের মাঠে বিচরণ করবে এই রোবট বাগি। শস্য গাছের ওপর দিয়ে চলার কারণে গাছের কোনো ক্ষতি হবে না।

শস্য কীভাবে বাড়ছে সে বিষয়ে প্রচুর ডেটা জোগাড় করাই এই রোবটের লক্ষ্য।

অ্যালফাবেটের এই প্রকল্পের নাম বলা হচ্ছে প্রজেক্ট মিনারেল। প্রকল্প প্রধান এলিয়ট গ্র্যান্ট বলেছেন, “আমরা আশা করছি আরও ভালো টুল কৃষি খাতকে বদলাতে সহায়তা করবে।”

নির্মাতা দলটি জানিয়েছে, তাদের মূল লক্ষ্য বিশ্বে খাদ্যের বাড়তি চাহিদা মেটানো এবং খাদ্য উৎপাদনের স্থায়িত্ব বাড়ানো। এক্ষেত্রে যে তথ্য প্রয়োজন, বর্তমান টুলগুলো কৃষককে সেই তথ্য দিতে পারে না।

গ্র্যান্ট বলেছেন, “যদি প্রতিটি গাছকে আলাদাভাবে যাচাই করা সম্ভব হয় এবং তাদের যেই পুষ্টি দরকার সেগুলো সরবরাহ করা যায়।”

অ্যালফাবেট বলছে, যখন কৃষকের কাছে মাটির উপাদান বা আবহাওয়া বিষয়ে তথ্য থাকবে, বাগি রোবটটি বুঝতে পারবে গাছগুলো “আসলে কীভাবে বাড়ছে এবং পরিবেশের সঙ্গে সাড়া দিচ্ছে।”

শস্য গণনার পাশাপাশি গাছের উচ্চতা, পাতা এবং ফলের আকারের মতো তথ্য মজুদ করতে পারবে রোবটটি।

ইতোমধ্যেই আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিডার এবং কৃষকদের সঙ্গে কাজ করছে মিনারেল। তবে, কবে নাগাদ রোবটটি বাণিজ্যিকভাবে বাজারে আসবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar