ad720-90

ব্যাটারি প্রকল্পে গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনায় এলজি


শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে প্রধান নির্বাহী হ্যাক চিওল শিন বলেছেন, ইতোমধ্যেই জিএম এবং গিলির সঙ্গে যৌথ ব্যাটারি প্রকল্প তৈরি করে এগিয়ে গেছে এলজি কেমিক্যালস। অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

শিন বলেছেন, “গিলি এবং জিএম-এর সঙ্গে আমাদের যৌথ উদ্যোগের ঘোষণা ইতোমধ্যেই চলে এসেছে এবং আরও দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।”

বর্তমানে চীনের নানজিং কারখানা থেকে টেসলার শাংহাই কারখানায় মডেল ৩ গাড়ির ব্যাটারিও সরবরাহ করে এলজি কেমিক্যাল।

“আমরা আন্তরিকভাবে টেসলার কাছে ব্যাটারি সরবরাহ শুরু করেছি। এটি একটি ভালো অংশীদারিত্বের শুরু এবং আমরা এই অংশীদারিত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি।”- বলেছেন শিন।

“প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সহযোগিতার পরিধি বাড়াতে আলোচনা চালাচ্ছি এবং টেসলাও এর মধ্যে একটি।”

শিন আরও যোগ করেন, যৌথ উদ্যোগ বিষয়ে যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে তার মধ্যে টেসলা নেই।

পোল্যান্ডে কারখানা রয়েছে এলজি কেমিক্যালের। ইউরোপে নতুন আরেকটি ব্যাটারি কারখানার জন্যও জায়গা খুঁজছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar