ad720-90

প্রভাবকদের বিজ্ঞাপনী পোস্টে ‘লেবেল’ জুড়বে ইনস্টাগ্রাম


সিএমএ এক বিবৃতিতে বলেছে, “এর ফলে ইনস্টাগ্রামে আর বিজ্ঞাপনী লেবেল ছাড়া বিজ্ঞাপন প্রচার সম্ভব হবে না।”  উল্লেখ্য, হাজারো অনুসারী রয়েছে এমন ইনস্টা্গ্রাম প্রভাবকরা কোনো পণ্যের প্রচারণা চালিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

রয়টার্স উল্লেখ করেছে, সিএমএ এ বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই তদন্ত করছিলো। অর্থ নিয়ে পণ্য ও সেবার প্রচারণা চালালেও অনেক প্রভাবকই তা পরিষ্কারভাবে জানান না। এ ব্যাপারে সরাসরি কিছু বলেনও না। আর দশটা সাধারণ পোস্টের মতোই বিজ্ঞাপনের পোস্ট শেয়ার করে থাকেন।

কিন্তু এখন থেকে প্রভাবকদেরকে কোনো পণ্য ও সেবার প্রচারণা চালানোর আগে সে ব্যাপারে ইনস্টাগ্রামকে জানাতে হবে, এবং পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে ওই প্রচারণার জন্য তারা কোনো অর্থ নিয়েছেন কি না।

সিএমএ আরও জানিয়েছে, কোনো পোস্টে বিজ্ঞাপনের ব্যাপারটি গোপন করা হয়েছে কি না, তা জানতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করবে ইনস্টাগ্রাম।     

অন্যদিকে, ইনস্টাগ্রাম মালিক ফেইসবুক বলেছে, তারা “তরুণদেরকে ব্র্যান্ডেড কনটেন্ট সম্পর্কে জানাতে ও কীভাবে একে শনাক্ত করতে হয়”, তা শেখাতে মিডিয়াস্মার্টের সঙ্গে মিলে কর্মসূচী হাতে নিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar