ad720-90

ম্যাকাফি সফটওয়্যারকে কাজে লাগাচ্ছে চীনা হ্যাকার: গুগল


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, হ্যাকারদের এই একই দল মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণাকেও লক্ষ্য বানিয়েছিলো। তবে, এতে সফল হয়নি দলটি।

একই ধরনের ইরানভিত্তিক আরেকটি হ্যাকার দল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণাকে লক্ষ্য বানিয়েছে। সাফল্য আসেনি সেখানেও।

হ্যাকার দলটির নাম এপিটি ৩১ (অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট) বলছে গুগল। গিটহাবে ম্যালওয়্যার মজুদ করেছিলো হ্যাকার, যার মাধ্যমে ফাইল আপলোড এবং ডাউনলোড এবং কমান্ড কার্যকর করা হতো।

হ্যাকার দলগুলো গিটহাব এবং ড্রপবক্সের মতো সেবার ব্যবহার শুরু করার পর থেকে তাদেরকে ট্র্যাক করা আরও কঠিন হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

ব্লগ পোস্টে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের প্রধান শেন হান্টলি বলেছেন, “সব হ্যাকিং টুল বৈধ সেবায় হোস্ট করা ছিলো, ফলে এগুলো শনাক্ত করা আরও কষ্টকর হয়ে উঠেছে।”

ম্যাকাফি স্ক্যামের ঘটনায় ইমেইল প্রাপককে গিটহাব থেকে ম্যাকাফি সফটওয়্যারের বৈধ একটি সংস্করণ ইনস্টল করতে বলা হচ্ছিলো। এই প্রক্রিয়ায় গ্রাহকের অজান্তে কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar