ad720-90

লিখে নয়, গুনগুন সুর শুনে গান সার্চ করবে গুগল


ডিএমপি নিউজঃ গান শুনতে এখন থেকে আর লিখে গুগলে সার্চ করতে হবে না। ব্যবহারকারী গুনগুন সুরে গান গাইলেই সার্চ অপশনে সংশ্লিষ্ট কনটেন্ট হাজির করবে গুগল।

হাম টু সার্চ নামে এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে চলে এসেছে। স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে গুনগুন করলে গানের তালিকা পাবেন। গুনগুনের ১০ থেকে ১৫ সেকেন্ড পর গুগল একটি রেজাল্ট দেখাবে।

গুগল জানায়, ব্যবহারকারীদের একদম হুবুহু সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে। তালিকায় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।

গুগল আরো জানায়, ব্যবহারকারীরা কিছু সার্চের সময় স্পেলিং ভুল হলেও যাতে সঠিক ফল দেখানো যায় সে বিষয়ে আরও জোর দেয়া হয়েছে।
 

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar