ad720-90

মার্কিন নির্বাচন: ২২ লাখ বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছে ফেইসবুক


নির্বাচনের কথা মাথায় রেখে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার পোস্টও সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ ব্যাপারগুলো তুলে ধরেছেন ফেইসবুকের বৈশ্বিক জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেইগ।

ফেইসবুকের এ জেষ্ঠ্য নির্বাহী আরও জানিয়েছেন, সেবাটির নিরাপত্তা বিধানে বর্তমানে কাজ করছেন ৩৫ হাজার কর্মী। এ ছাড়াও ৭০টির মতো বিশেষায়িত গণমাধ্যমের সঙ্গে মিলে চলছে সত্যতা যাচাইয়ের কাজ।

মার্কিন নির্বাচনকে ঘিরে এবার আগে থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করেছে ফেইসবুক। এরই মধ্যে মার্কিন নির্বাচন শেষ হওয়ার পরই সব রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। তাদের দাবি,  ফলাফলের আগে “বিভ্রান্তি বা অপব্যবহারের সুযোগ কমাবে” সাময়িক এই ব্যবস্থা।

এ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাত দিন আগে থেকে নিজ প্ল্যাটফর্মে নতুন কোনো রাজনৈতিক বিজ্ঞাপন চলতে দেবে না বলেও জানিয়েছে ফেইসবুক।

অক্টোবরের শুরুতেই এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “মূল ধারার সংবাদমাধ্যমের আগেই কোনো প্রার্থী বা দল যদি বিজয় ঘোষণা করে  পোস্ট দেয়”, তাহলে তাতে লেবেল জুড়বে তারা।

গ্রাহককে নিজেদের ভোটিং তথ্যের পেইজে নিতে নোটিফিকেশনও দেখাবে ফেইসবুক।

ফেইসবুকের সমালোচক ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন অবশ্য বলেছিলেন, “এখানে সমস্যাটি বিজ্ঞাপন নয়। সমস্যা হচ্ছে বিজ্ঞাপনকে নীতিমালার আওতায় আনতে, ভুল অ্যালগরিদম বদলাতে বা দায়িত্ব নিতে ফেইসবুকের অসম্মতি।”

এদিকে, পেইড রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদন দিচ্ছে না টিকটক এবং টুইটারসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যমও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar