ad720-90

চাঁদে ফোরজি নেটওয়ার্ক


ডিএমপি নিউজঃ চাঁদে ফোরজি নেটওয়ার্ক বসাতে যাচ্ছে নাসা ও নোকিয়া। এ জন্য মোট খরচ পড়বে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১৪.১ মিলিয়ন ডলারের কাজ করবে নকিয়া।

নাসার এই উদ্ভাবনের মধ্যে রয়েছে রিমোট বিদ্যুৎ উৎপাদন, ক্রায়োজেনিক ফ্রিজিং, রোবোটিক্স এবং ফোরজি সেবা।

নাসা বলছে, ফোরজি চাঁদে অবস্থিত বর্তমান রেডিও নেটওয়ার্ক এর চেয়ে আরও নির্ভরযোগ্য। যা দীর্ঘ-দূরত্বের যোগাযোগ রক্ষা করতে সক্ষম। পৃথিবীর মতো, চাঁদেও ফোরজি নেটওয়ার্ক এক সময় ফাইভজি-তে আপগ্রেড হবে বলে আশা করা যায়।

নকিয়ার রিসার্চ সংস্থা বেল ল্যাবসের একজন মুখপাত্র বলেন, নভোচারীরা তাদের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা সংরক্ষণ, চন্দ্র রোভার নিয়ন্ত্রণ, রিয়েল-টাইম নেভিগেশনসহ ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar