ad720-90

রোবটের টানা গাড়ি!


রোবটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। করোনাকালে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার সময়ে আরও বেশি করে রোবট ব্যবহার দেখা যাচ্ছে। অনেক জায়গায় হোটেলের রুম সার্ভিসের কাজও হচ্ছে রোবটের মাধ্যমে। প্রযুক্তি এমন জায়গায় যাচ্ছে, হাতে টানা রিকশাও হয়তো একদিন রোবটে টেনে নিয়ে যাবে।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক জন যাত্রী বসার মতো ছোট হাতে টানা রিকশা। তবে কোনও মানুষ সেটিকে টেনে নিয়ে যাচ্ছে না। টেনে নিয়ে যাচ্ছে একটি কুকুর। সেই কুকুরও আবার রক্ত মাংসের নয়। রোবট। তার নাম স্পট।

এই রোবটটি তৈরি করেছে বোস্টন ডায়নামিক্স। মার্কিন এই সংস্থার প্রধান কার্যালয় ম্যাসাচুসেটসে। এক গ্রাফিক ডিজাইনার অ্যাডাম স্যাভেজের সঙ্গে এই প্রোজেক্টে কাজ করে বোস্টন ডায়নামিক্স। সেই সময় অ্যাডাম ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন রোবটটিকে নিয়ে। তাতেই দেখা যাচ্ছে, কেমন মুখের আদেশেই বাজারের দিকে রিক্সা টেনে নিয়ে যাচ্ছে রোবট কুকুর স্পট।

মূল ভিডিওটি ফেব্রুয়ারিতে পোস্ট হয়েছিল।এখনও পর্যন্ত সেটি প্রায় ৬২ হাজার ভিউ পেয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar