ad720-90

আইফোন ১২: ব্যাটারির ক্ষমতা আইফোন ১১-এর চেয়ে কম!


আইফিক্সইট (iFixit) জানিয়েছে, আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো দুটি মডেলেই ভেতরের সাদৃশ্য চোখে পড়ার মতো। তুলনামূলক স্বস্তা মডেলটিতে অ্যাপল একটি ‘প্লাস্টিক স্পেসার’ দিয়ে রেখেছে। অন্যদিকে, আইফোন ১২ প্রো মডেলের ওই স্থানটিতেই টেলিফটো লেন্স ও লাইডার সেন্সর দিয়েছে অ্যাপল।    

নতুন আইফোন দুটি মডেলের ব্যাটারিও একই সক্ষমতার, ১০.৭৮ ওয়াট আওয়ার করে। অথচ আইফিক্সইটের তথ্য অনুসারে, গত বছর আসা আইফোন ১১ এর ব্যাটারির সক্ষমতা ছিলো ১১.৬৭ ওয়াট আওয়ার।

অন্যান্য বছরের তুলনায় এবার আইফোনে বড় লজিক বোর্ড চোখে পড়েছে। ধারণা করা হচ্ছে, ৫জি প্রযুক্তি সন্নিবেশের কারণেই লজিক বোর্ডের আকার বেড়েছে। এটির কারণেও ব্যাটারি দেওয়ার জায়গা কমতে পারে বলে জানিয়েছে আইফিক্সইট।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এখনও সম্পূর্ণভাবে সবকিছু জানায়নি আইফিক্সইট। আইফোন ১২ নিয়ে নিজেদের গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar