ad720-90

হ্যাকিংয়ের কবলে ডনাল্ড ট্রাম্পের নির্ববাচনী ওয়েবসাইট


গ্যাব্রিয়েল লরেনজো গ্রেশলার নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে হ্যাকড ওয়েবসাইটের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। হ্যাকিংয়ের শিকার হওয়ার ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ট্রাম্প নির্বাচনী শিবির।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এখনও হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

হ্যাকিংয়ের পর ওই ওয়েবসাইটে এক বার্তায় ট্রাম্পের “সুনামহানি” করার হুমকি দিয়েছিলো হ্যাকাররা। তারা জানিয়েছিলো, তাদের হাতে ‘অপরাধের প্রমাণ’ রয়েছে। চাইলে ওই ডেটা ফাঁস করতে অথবা গোপন করতে পারবেন তারা। বিটকয়েনের পাল্লা যেদিকে ভারী হবে, তারাও সেদিকেই সিদ্ধান্তই নেবেন।

ঠিক কীভাবে ওয়েবসাইটটিতে হ্যাকাররা প্রবেশ করেছিলো, তা এখনও জানা যায়নি।

গত সপ্তাহেই ট্রাম্প এক নির্বাচনী সমাবেশে বলেছিলেন, “কেউ হ্যাকিংয়ের কবলে পড়ে না। হ্যাকিংয়ের কবলে পড়তে হলে, একশ’ ৯৭ আইকিউ রয়েছে এবং আপনার পাসওয়ার্ডের ১৫ শতাংশ জানেন এমন ব্যক্তির প্রয়োজন পড়বে।”       

ট্রাম্পের ওই বক্তব্যের পরে এক সাইবার নিরাপত্তা সংস্থা দাবি করেছিলো, পাসওয়ার্ড কী হতে পারে তা আন্দাজ করে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছিলো তারা। এর অনেকটা পরপরই সাইবার আক্রমণের কবলে পড়লো ট্রাম্পের প্রেসিডেনশিয়াল নির্বাচনী শিবিরের ওয়েবসাইট।

ট্রাম্প নির্বাচনী শিবিরের যোগাযোগ পরিচালক টিম মুর্টাফ এক টুইট বার্তার মাধ্যমে সাইবার হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আজ বিকেলের শুরুর দিকে, ট্রাম্প ক্যাম্পেইন ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, আমরা আক্রমণের সূত্র খতিয়ে দেখতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।”   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar