ad720-90

চীনে বিক্রি মন্দা, আমেরিকায় শেয়ার মূল্য কমলো অ্যাপলের


কোভিড-১৯ মহামারীর মধ্যে নিজেদের নতুন আইফোন মডেল সময়মতো আনতে পারেনি অ্যাপল। সচরাচর মধ্য সেপ্টেম্বরে নতুন আইফোন আনে প্রতিষ্ঠানটি।

এবারের প্রান্তিকে অন্তত তিন বছরের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় বিক্রি পতন হয়েছে আইফোনের। “আমাদের ধারণা, এটি সবচেয়ে মারাত্মক ছিল চীনে, যেখানে ৫জি সেবা বেশি রয়েছে, কিন্তু ওই অঞ্চলে বিক্রি কমেছে ২৯ শতাংশ – যা আমাদের অনুমানের চেয়েও বেশি”।– বলেছেন সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো।

বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আইফোন বিক্রি বাবদ অন্যান্য অঞ্চলের তুলনায় চীন থেকে বেশ বড় মাপের আয় আসে অ্যাপলের। ফলে আর্থিক লাভের জন্য ওই অঞ্চলের উপর অনেকটাই নির্ভরশীল প্রতিষ্ঠানটি।

অ্যাপল অবশ্য আইফোন বিক্রি বাবদ আয়ের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সাম্প্রতিক বছরগুলোতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। ম্যাক, আইপ্যাড ও সেবা দিয়ে বাজারের অনুমানকেও ছাড়িয়ে গেছে তারা।

অ্যাপল প্রধান টিম কুক এখনও আইফোন ১২ নিয়ে আশা ছাড়েননি। প্রথম পাঁচ দিনের বিক্রি ডেটার ভিত্তিতে “আশাবাদ” ব্যক্ত করেছেন তিনি।    





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar