ad720-90

পুরো বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনায় বেন্টলি


বিবিসি’র প্রতিবেদন বলছে, এর আগে ২০২৬ সালের মধ্যে সব গাড়ি শুধু প্লাগ-ইন হাইব্রিড এবং ব্যাটারি বৈদ্যুতিক মডেলে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এক দশকের মধ্যে উৎপাদন খাতকে পুরোপুরি কার্বন শূন্য করার লক্ষ্য নির্ধারণ করেছে বেন্টলি।

বেন্টলি প্রধান অ্যাডরিয়ান হলমার্ক বলেছেন, “এক দশকের মধ্যে একশ’ বছর পুরানো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বিলাসিতার ক্ষেত্রে নতুন, টেকসই এবং পুরোপুরি নৈতিক মডেলে রূপান্তরিত হবে।”

বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে শত শত ইউরো বিনিয়োগ করছে বেন্টলির জার্মান মালিক প্রতিষ্ঠান ফোক্সভাগেন।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতায় রূপান্তরের লক্ষ্যে প্রচলিত জীবাশ্ব জ্বালানী চালিত গাড়ি প্রযুক্তির কর্মীদেরকে নতুন করে কাজে লাগাবে বেন্টলি।

১২ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিনের জন্যই বিখ্যাত গাড়ি নির্মাতা ব্রিটিশ প্রতিষ্ঠানটি। এবার পরিবেশ স্থায়িত্বের দিক থেকেও গাড়ি নির্মাণ খাতে নেতৃত্ব দিতে চাচ্ছে তারা।

চলতি বছর জুন মাসে এক হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছিলো বেন্টলি। পরবর্তীতে এই অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদে নারী, কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং সংখ্যালঘু জাতি থেকে আসা কর্মীর সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে নেওয়ারও পরিকল্পনা করছে বেন্টলি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar