ad720-90

এবার ‘৬জি’ বানাতে জোটবদ্ধ হলো অ্যাপল


যুক্তরাষ্ট্র এবং কানাডার শীর্ষস্থানীয় অপারেটরদের নিয়ে গত মাসেই এই সংগঠনটি চালু করেছে এটিআইএস। এর মধ্যে রয়েছে এরিকসন এবং নকিয়ার মতো প্রতিষ্ঠান।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ৬জি-তে উত্তর আমেরিকাকে শীর্ষস্থানে বসানোই এই সংগঠনের লক্ষ্য।

বিবৃতিতে এটিআইএস বলেছে, “নতুন প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে উত্তর আমেরিকান উদ্ভাবনের একটি প্রাণবন্ত বাজারের ভিত্তি স্থাপন করতে, প্রাথমিক লক্ষ্যের ওপর নির্ভর করে নেক্সট জি অ্যালায়েন্স নাম দেওয়া হয়েছে, যাতে উত্তর আমেরিকাকে ৫জিতে বিবর্তনমূলক অবস্থানে আনা যায় এবং ৬জি’র উন্নয়ন করা যায়।”

নতুন ১১ সদস্য চার্টার, সিসকো, গুগল, এইচপি, ইনটেল, কিসাইট টেকনোলজিস, এলজি, ম্যাভেনির, এমআইটিআরই এবং ভিএমওয়্যারের সঙ্গে এবার যোগ দিয়েছে অ্যাপল।

সংগঠনটি বলছে, “গবেষণা এবং উন্নয়ন, উৎপাদন, মান নির্ধারণ এবং বাজার প্রস্তুতের পুরো সময়ে” তারা কাজ করবে।

দিক নির্দেশনা এবং কৌশল ঠিক করতে সোমবারই সদস্যদের নিয়ে প্রথম বৈঠকের কথা রয়েছে নেক্সট জি অ্যালায়েন্স-এর।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar