ad720-90

করোনাভাইরাস: জাপানে সতর্ক করছে রোবট


রোবোভি নামের এই রোবটটি বানিয়েছে কিয়োটোভিত্তিক অ্যাডভান্সড টেলিকমিউনিকেশনস ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল (এটিআর)। ফুটবল দল সেরেজো ওসাকার অফিশিয়াল দোকানে গ্রাহকদেরকে এই রোবটটি নির্দেশনা দিচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

ক্যামেরা এবং ৩ডি লেজার বিমের মাধ্যমে রোবটটি যদি শনাক্ত করতে পারে কোনো গ্রাহক মাস্ক পরছেন বা শারীরিক দূরত্ব মানছেন না, তাহলে তাদেরকে সতর্ক করে দিচ্ছে।

গত সপ্তাহেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে রোবোভি। পরীক্ষা চলবে এই মাসের শেষ পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় এর পরিধি বাড়বে বলেও জানিয়েছে এটিআর।

জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার এবং মারা গেছেন প্রায় দুই হাজার। বিস্তার ঠেকাতে অনেক দেশের চেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পেরেছে দেশটি।

দেশটিতে জনগণের বেশিরভাগ অভিযোগ মাস্ক পরার অনুরোধ নিয়ে।

শীতল আবহাওয়া এবং মানুষ বেশিরভাগ সময় বদ্ধ জায়গায় কাটানোর কারণে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই, বাড়তি সতর্কতা ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকারও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar